নিহতের সংখ্যা ১৩ কোটি ৮০ লাখ, টুইটে ট্রাম্প
শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনা বিশ্বনেতারা নিন্দা। সে তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে এ ঘটনা নিয়ে নিজ বার্তায় ভুল করে ফেললেন তিনি।
হামলায় ঘটনায় নিহতের সংখ্যা ‘১৩ কোটি ৮০ লাখ’ বলে উল্লেখ করেছেন।
আজ সকালে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার ৩টি গীর্জা ও ৩টি হোটেলে হামলার ঘটনার পর পরই মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে যখন নিহতের সংখ্যা ১৬০ পর্যন্ত বলা হচ্ছে, তখনই টুইটারে নিজের বার্তা দেন ট্রাম্প। তিনি সেখানে নিন্দা জানান। আর নিহতের সংখ্যা ১৩৮ মিলিয়ন উল্লেখ করেন।
অবশ্য ইউএস প্রেসিডেন্ট ভাইরাল হওয়ার কয়েক মিনিট বাদে পোস্টটি মুছে ফেলেন।
ট্রাম্প লিখেছিলেন, শ্রীলঙ্কার জনগণের প্রতি আমেরিকার জনগণের হৃদয় থেকে সমবেদনা।
চার্চে এবং হোটেলের ভয়ংকর সন্ত্রাসী হামলায় ১৩৮ মিলিয়ন মানুষ মারা গেছে এবং ৬ শতাধিক মানুষ মারাত্মক আহত হয়েছে।
আমরা সহায়তার জন্যে প্রস্তুত!
আজকের এই ভয়ংকর সিরিজ বোমা হামলায় শ্রীলঙ্কায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯০ জনের প্রাণহানি ঘটেছে।
সূত্র: ট্রিবিউন