একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন সালমা
ল্যানসেট হসপিটালে গৃহবধূ সালমা একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন। ২৩ আগস্ট শুক্রবার রাত ১০ টার দিকে অস্ত্রপাচারের মাধ্যমে ৪ শিশু ভূমিষ্ঠ হয়।
চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা জাহেদুল হাসানের স্ত্রী সালমা আকতারের প্রসব বেদনা উঠলে শ্রুক্রবার বিকেল তিনি নগরীর ল্যানসেট হসপিটালে ভর্তি হন।
গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফারজানা বাশার শিল্পী এর তত্ত্বাবধায়নে রাত সোয়া ১০ টা থেকে ১১টা পর্যন্ত অস্ত্রপাচারের পর একে একে চার শিশুর জন্ম হয়।
জানা যায় যে, নবজাতকদের মধ্যে প্রথম ও দ্বিতীয়টি ছেলে তৃতীয় ও চতুর্থটি মেয়ে। নবজাতকদের জন্মের পর রাত সোয়া ১১টার দিকে ওই পরিবার চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হয় ,চিকিৎসক নবজাতকদের ঝুঁকি বিবেচনা করে বিশেষায়িত শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠায়।
চিকিৎসক নবজাতকদের একদিন পর সুস্থভাবে মায়ের কোলে ফিরিয়ে দেন। মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ।