পালানো_এক_ডাক্তারের_৬বছর_বয়সী_মেয়ের_চিঠি



#পালানো_এক_ডাক্তারের_৬বছর_বয়সী_মেয়ের_চিঠিঃ বাসা থেকে বের হয়েছি গত মাসের ২২ তারিখ। আজ অবধি মেয়েটাকে একটু আদর করতে পারছিনা।অথচ তার সাথে খুনসুটি না হলে আমার ঘুমই আসত না।
দাঁত ব্রাশের ছবি কেন দিলাম?গত দুদিন আগে আমাকে ভিডিও কল দিয়ে বলছে.. আব্বু তুমি আমার সাথে দাঁত ব্রাশ কর,তাহলে আমার মনে হবে তুমি আমার পাশেই আছ। তখন বাজে রাত ১২টা,আর আমার মনের অবস্থা কয়টা বাজে হতে পারে????
#চিঠিটা
গতকাল ডিউটিরত অবস্থায় ও ছবি তুলে মেসেঞ্জারে পাঠায়।তার কন্ঠে যখন বোকা ছেলে শব্দটা শুনি আমার তখন মাকে খুব মনে পড়ে। কাল ডিউটিরত অবস্থায় চিঠি পাওয়ার পর আমার মনযোগ হারাচ্ছিলাম বারবার।আবার ফোনে শাসন.....
চিঠি(হার্ড কপি) খোকন আংকেল কে দিয়ে পাঠিয়ে দিলাম,এই বোকা ছেলে তাড়াতাড়ি উত্তর দিবে কিন্তু। আমি ভাষা খুঁজে পাইনি বলে উত্তর দিতে পারিনি
......... জানিনা মা কবে করোনাকে মেরে আমরা তোমার কাছে ফিরতে পারব।
#পরম_করুণাময়_যেন_সেই_সময়_খুব_তাড়াতাড়ি_আমাদেরকে_দেন।
পুনশ্চঃ পালানো শব্দ ব্যবহারের কারণ -মানুষের মাঝে কেন, কে এই ভুল ধারণা তৈরি করল সব ডাক্তার নার্স পালিয়ে গেছে করোনার ভয়ে!!!!!!


লেখাটিঃ ডা. এনামুল কবীর খান এর ওয়াল থেকে নেয়া
Powered by Blogger.